প্রকৃতির কান্না – আব্দুল্লা আল-মাসুম দিপু

প্রকৃতির কান্না
আব্দুল্লা আল-মাসুম দিপু

আকাশ পাতাল সব খানেতেই শুনছি কাদের কান্না?
দাউদাউ করে জ্বলছে আগুন হচ্ছে বিষের রান্না।
বৃক্ষ রোপণ করছে না কেউ– করছে না কেউ পূণ্য,
বৃক্ষ নিধনে ব্যস্ত সবাই প্রকৃতি রূপ শূন্য।
নদীর বুকেতে জলের অভাব তৃষ্ণা নদীর অঙ্গে,
মানুষ ব্যতীত কাঁদছে সবাই কাঁদছে নদীর সঙ্গে।
গলছে বরফ উচ্চতা বেড়ে সাগর হচ্ছে অন্ধ,
অন্ধ সাগর না দেখেই করে উপকূল জলে বন্ধ।
বাতাসের মাঝে বিষাক্ত ধোয়া পাথরের মতো শক্ত,
দৈত্য মানুষ শুষছে সকল জগতের রস রক্ত।
প্রকৃতি খুব অসহায় আজ শুনে মানুষের মন্ত্র,
দূষিত করছে প্রকৃতি ওরা বানিয়ে কিসব যন্ত্র।

আর কত বল;
মানুষের ভুলে প্রকৃতি কাঁদে হয়েছে যে তাঁর যক্ষা,
এবার এসো শপথ করি–
মানুষ হয়েও মানুষ হইতে করবোই তাকে রক্ষা।

Contact with me…

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started