যদি দুটো ডানা থাকত
আব্দুল্লা আল-মাসুম দিপু
আমার যদি দুটো ডানা থাকত;
তোমায় উড়িয়ে নিয়ে আকাশে যেতাম।
মেঘের উপর বসিয়ে সাজিয়ে দিতাম ইচ্ছেমতো।
বিশাল আকাশের নীল শাড়ি তোমায় পরিয়ে দিতাম,
রাগান্বিত সূর্যের তীব্র আলোকে শীতল করে–
তোমার পায়ে আলতা দিয়ে দিতাম।
রংধনুর বাকানো ফিতে নিয়ে বেধে দিতাম চুল।
রাতের অন্ধকার চুরি করে;
তোমার চোখে কাজল দিয়ে দিতাম।
দুটো তাঁরাকে বানাতাম তোমার কানের দুল,
আর কোমল চাঁদটাকে কপোলের টিপ।
ইশ… যদি দুটো ডানা থাকত!